ওমানে আরও কমেছে ভারতীয় প্রবাসী, বৃহত্তম রয়ে গেছে বাংলাদেশি

ওমানে আগস্টের শেষ নাগাদ ভারতীয় প্রবাসীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে প্রায় ১৮ শতাংশ কমেছে। পক্ষান্তরে বাংলাদেশিরা বৃহত্তম প্রবাসী কমিউনিটি হিসাবে স্থান ধরে রেখেছে।

দেশটির জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের (এনসিএসআই) প্রতিবেদনের বরাতে স্থানীয় গণমাধ্যমে এই তথ্যে দেওয়া হয়েছে।

ভারতীয় প্রবাসীর সংখ্যা জুনের ৫ লাখ ৬৭ হাজার ৩৪১ থেকে কমে আগস্টে ৫ লাখ ১৭ হাজার ৭০২ জনে নেমেছে।

Travelion – Mobile

একজন কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমেকে বলেছেন,”মে মাসের পর থেকে মহামারিতে বহু ভারতীয় স্বদেশ প্রত্যাবাসন করেছে, তবে ওমানের ১ অক্টোবর থেকে বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর একটি ভাল সংখ্যার প্রবাসীরা ফিরে আসতে পারেন”।

আরও পড়তে পারেন : ওমানে নভেম্বের মাঝামাঝিতে মসজিদ খোলার সিদ্ধান্ত হবে

১২.১ শতাংশ হ্রাস সত্ত্বেও, বাংলাদেশি নাগরিকরা ওমানের বৃহত্তম প্রবাসী কমিউনিটির অবস্থানে এখনও রয়েছে। জুনের ৫ লাখ ৯০ হাজার, ৭৪৮ জন বাংলাদেশি থেকে আগস্টে জনসংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লাখ ৬৫ হাজার ১১ জনে। এই পরিসংখ্যান অবৈধ হয়ে যাওয়া প্রবাসী বাংলাদেশিরা যুক্ত নন।

১ লাখ ৭৮ হাজার ৭০২ জনে পাকিস্তানের নাগরিকরা তালিকার তৃতীয় সর্বোচ্চ স্থানে রয়েছেন। এরপরেই ৪৫ হাজার ৯১৭ জন ফিলিপিনো এবং ৩২ হাজার ৭০ জন মিশরীয় রয়েছেন।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!