ওমানে আগামীকাল রবিবার পবিত্র ঈদুল ফিতর

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলোর মতো ওমানেও আগামীকাল রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে ।

শনিবার মাগরিবের নামাজের চাঁদ দেখা কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করে দেশটির ধর্ম মন্ত্রণালয়।

তাই দেশের ঈদের ছুটিও রবিবার থেকে মঙ্গলবার (২ মে) পর্যন্ত সরকারী ও বেসরকারী উভয় ক্ষেত্রেই শুরু হবে। অফিসিয়াল কাজ বুধবার (২৭ মে) আবার শুরু হবে।

Travelion – Mobile

বরকতময় ঈদুল ফিতর উপলক্ষে ওমানের সুলতান হাইথাম বিন তারিক দেশটির নাগরিক ও প্রবাসী এবং আরব ও মুসলিম উম্মার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার নেক আমল গ্রহণ এবং সুস্বাস্থ্য ও সুরক্ষার জন্য প্রার্থনা করেন।

সুলতান কোভিড -১৯ এর বিস্তার রোধে সকল প্রচেষ্টা এবং স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক সংকট নিরসনের জন্য গৃহীত পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওমানের প্রিয় ভূমিতে যারা বসবাস করছেন তাদের সকলের জন্য মর্যাদাপূর্ণ জীবিকা নির্ধারণের জন্য মহামান্য সুলতান সরকার এবং এর সকল সেক্টররের তৎপরতাকে গুরুত্ব দিয়েছেন।

একই দিন ঈদ পালন করবে কাতার, কুয়েত, বাহরাইন, লেবানন, তুরস্ক,সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। এছাড়া ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াতে রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে।

আগের খবর
ওমানে গরিবের দরজায় খাবার নিয়ে কড়া নাড়ে যে মানবহিতৈষী

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!