ওমানের সুলতানের কাছে বাংলাদেশ রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

ওমানের সুলতান হাইথেম বিন তারিক-এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নতুন নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী মাস্কাটে আল বারাকাহ প্রাসাদে সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে রাজকীয় আদালতের দিওয়ান মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ওমানের রয়্যাল গার্ডের কমান্ডার, রাজকীয় প্রটোকলের প্রধান এবং সুলতানের সামরিক সহযোগীরা উপস্থিত ছিলেন।

Travelion – Mobile

অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে ওমান সালতানাতে সিরিয়া, কুয়েত, সুদান, নেপাল, কেনিয়া,হাঙ্গেরি, শ্রীলঙ্কার ও রোমানিয়ার নতুন নিযুক্ত রাষ্ট্রদূতদেরও পরিচয়পত্র গ্রহণ করেন সুলতান।

আরও পড়তে পারেন : ওমানের সুমাইয়া, ‘স্টারস অফ সায়েন্স’ বিজয়ী প্রথম আরব মহিলা

বৈঠকের সময়, রাষ্ট্রদূতরা ওমানের সুলতান এবং ওমানি জনগণকে তাদের দেশের নেতাদের শুভেচ্ছা ও শুভকামনা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম, মহামান্য সুলতান এবং ওমানি জনগণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন ।

>ওমানের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

বাংলাদেশসহ ৯ রাষ্ট্রদূত মহামান্য সুলতানের কাছে পরিচয়পত্র পেশ করতে পেরে নিজেদের আনন্দ ও সম্মানের কথা প্রকাশ করেন।

রাষ্ট্রদূতরা ওমানের জনগণ এবং তাদের দেশের নাগরিকদের যৌথ স্বার্থের জন্য বিভিন্ন ক্ষেত্রে নিজ নিজ দেশের সম্পর্ক উন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালানোর কথা নিশ্চিত করেছেন।

আরও পড়তে পারেন : ওমান : হুন্ডি কারবারিদের ধরলেই বাড়বে রেমিট্যান্স

সুলতান রাষ্ট্রদূতদের স্বাগত জানান, তাদের নেতাদের শুভেচ্ছা ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুলতান নিশ্চিত করেছেন যে, রাষ্ট্রদূতরা তাদের দায়িত্ব পালনের সুবিধার্থে তাঁর, সরকার এবং ওমানি জনগণের কাছ থেকে সমস্ত সমর্থন পাবেন।

পেশাদার কুটনীতিক মোহাম্মদ নাজমুল ইসলাম ১৫তম বিসিএস ফরেন সার্ভিসে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করেন। ওমানে নিযুক্ত হওয়ার আগে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এর আগে তিনি জেদ্দা, বেইজিংয়ে কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আগের খবর : ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নাজমুল ইসলাম

নাজমুল ইসলাম লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!