ওমানের শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাক্ষাত

ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বা’ওয়াইনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান।

সোমবার (৩ এপ্রিল) সকালে রাজধানী মাস্কাটে শ্রমমন্ত্রীর দপ্তরে সাক্ষাতকালে ওমানের বাংলাদেশি কর্মী ও পেশাদারদের কল্যাণ সম্পর্কিত বেশ কয়েকটি বিষয় আলোচনা হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত ওমানের শ্রমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে চিকিৎসক, আইটি বিশেষজ্ঞ এবং মেরিন ইঞ্জিনিয়ারসহ আরও দক্ষ পেশাদার নিয়োগের জন্য অনুরোধ জানান।

Travelion – Mobile

রাষ্ট্রদূতের প্রস্তাবগুলির সর্বাধিক বিবেচনা নেওয়ার বিষয়ে আন্তরিকভাবে প্রতিশ্রুতি দেন ওমানের শ্রমমন্ত্রী।

সাক্ষাতকালে রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মোহাম্মদ নাহিদ ইসলাম, কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ হুমায়ন কবীর ও কাউন্সেলর (রাজনৈতিক) মৌসুমী রহমান উপস্থিত ছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!