ওমানের পুরোনো মাস্কাট বিমানবন্দরে ফিল্ড হাসপাতাল স্থাপন

ওমানের পুরানো মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে ভবনে কোভিড-১৯ বা করোনাক্রান্তদের চিকিৎসায় একটি আধুনিক ফিল্ড হাসপাতাল গড়ে তোলা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) হাসপাতালের উদ্বোধন করেন মাস্কাটের প্রদেশ মন্ত্রী ও গভর্নর সাইয়্যেদ সৌদ বিন হিলাল আল বুসাইদি।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিষয়ক উপ-সচিব আল হোসানি জানান, হাসপাতালটি প্রাথমিকভাবে ১০০টি শয্যা দিয়ে কাজ শুরু করছে এবং ২৩/২৪ শয্যার একটি আশ্রয়স্থল অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রয়োজনীয় মনে করা হলে, এই সুবিধাটি একটি আদর্শ হাসপাতালে রূপান্তরিত হবে।

Travelion – Mobile

এই ফিল্ড হাসপাতালে সরাসরি কোভিড -১৯ রোগী গ্রহণ করা হবে না, তবে রোগীদের যাদের অবস্থা ভর্তির জন্য প্রয়োজন তারা কেবলমাত্র মাঝারি স্তরের যত্নের জন্য এখানে স্থানান্তরিত হবে। কোন রোগীর অবস্থা গুরুতর হয়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে সংশ্লিষ্ট পূর্নাঙ্গ হাসপাতালে দ্রুত স্থানান্তরিত করা হবে।

৬ হাজার ১০০ বর্গমিটার এলাকা নিয়ে নির্মিত ফিল্ড হাসপাতালটি প্রাথমিক স্বাস্থ্যসেবার পরিচালন ক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা করবে।

হাসপাতালটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি স্বয়ংসম্পূর্ণ দল কাজ করবে, যেখানে ৩০ জন চিকিৎসক, ১১৫ নার্স, ৭ জন টেকনিশিয়ান, ৭ জনসহকারী ফার্মাসিস্ট এবং ৭ জন এক্স রে টেকনিশিয়ান রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!