ওমানের ধোফার প্রদেশের লকডাউন অব্যাহত থাকবে

পরবর্তী নির্দশে দেওয়া পর্যন্ত ওমানের পর্যটন প্রদেশ ধোফারে করোনা প্রতিরোধে দেওয়া লকডাউন অব্যাহত থাকবে।

ওমান অবজারভার জানাচ্ছে, ধোফারে লকডাউন অব্যাহত থাকার ঘোষণা দিয়ে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ বিন মোহাম্মদ আল সাদি বলেন “আমরা যদি প্রদেশটি খুলে দেই, তবে করোনাক্রান্তের সংখ্যা বাড়তে পারে, যা স্বাস্থ্য কর্মীদের উপর বোঝা হবে। সময়মত লকডাউন তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হবে ”।

মন্ত্রী জানিয়েছেন, ধোফার প্রদেশে দর্শনার্থী ও জনগণের প্রবেশ ও প্রস্থান করার জন্য কিছু পদ্ধতি তৈরি করা হয়েছে।

Travelion – Mobile

ওমানে করােনাভাইরাস প্রতিরোধ গঠিত সুপ্রিম কমিটি গত ৭ আগস্ট ধোফার প্রদেশ ছাড়া দেশের বাকি প্রদেশগুলো থেকে লকডাউন তুলে নিয়েছিল, যা পরবর্তী নির্দেশ না দেওয়া অবধি চলবে।

ধোফার ও মাসিরাহ দ্বীপ, ডকুম, জাবাল আখদার এবং জাবাল শামসকে ১৩ জুন লকডাউন করা হয়েছিল। ধোফার একমাত্র অঞ্চল যেখানে লকডাউন নিষেধাজ্ঞাগুলি এখনও রয়েছে।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!