ঐতিহাসিক শহর মালাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের সফর

মালয়েশিয়ার প্রাচীন রাজধানী ইতিহাস-ঐতিহ্যের শহর মালাকায় শিক্ষা সফর করেছে দেশটির ১০ টি কলেজ ওবিশ্ববিদ্যারয়ে অধ্যায়নরত ৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী।

গত রবিবার (২৫ সেপ্টেম্বর) আয়োজিত দিনব্যাপী এ ভ্রমণের আয়োজক ছিলেন মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠান এনএসএস সলিউশন।

কুয়াললামপুরের টুইন টাওয়ারের সামনে থেকে সকালে নয়টায় ছেড়ে বেলা সাড়ে এগারটা নাগাদ মালাকায় পৌঁছে শিক্ষার্থীদের বহনকারী বাস।

Travelion – Mobile

আড়াই ঘন্টার দীর্ঘ পথ জুড়ে গান, কবিতা, একক অভিনয় আর মজার গল্পের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠেন বাসভর্তি শিক্ষার্থীরা।

দিনব্যাপী সফরে বাংলাদেশি শিক্ষার্থীরাইতিহাস সমৃদ্ধ মালাকার পুলাউ বেসার, খ্রিস্ট চার্চ, মিউজিয়াম সমুদ্র, মিনারা তামিং সারি, দি স্কাই শোর টাওয়ার, রিভার ক্রুস ও মসজিদ সেলাক পরিদর্শন করেন।

শিক্ষার্থীদের সাথে ভ্রমণ সঙ্গী ছিলেন প্রবাসী সাংবাদিক জহিরুল ইসলাম হিরণ, কায়সার হামিদ হান্নান ও শাহাদাত হোসেন ।

আয়োজক প্রতিষ্ঠানের মোহাম্মদ সবুজ হোসেন জানান, মালয়েশিয়ার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারনা দিতেই মূলত আমাদের এ ভ্রমণের উদ্দেশ্য।

‘মালয়েশিয়ার প্রাচীন রাজধানী ও অনেক ইতিহাস -ঐতিহ্যের স্মারক বহন করা মালাকা দিয়ে শুরুটা। ধারাবাহিকভাবে মালয়েশিয়ার ইতিহাস -ঐতিহ্যের শহরগুলোতে ভ্রমণেও উদ্যোগ নেওয়া হবে’ তিনি যোগ করেন।

মালয়েশিয়ার আরও খবর :
মালয়েশিয়ায় শিশু পর্নোগ্রাফির অভিযোগে বাংলাদেশি শিক্ষার্থী গ্রেফতার
মালয়েশিয়ায় বহুতল ভবনে দুর্ঘটনায় বাংলাদেশি কর্মীর মৃত্যু
সবার সহায়তাই বাঁচাতে পারে মালয়েশিয়াপ্রবাসী মাহবুব
মালয়েশিয়ায় অভিযোগের তালিকার শীর্ষে ‘এয়ারএশিয়া’
মালয়েশিয়ায় শ্রম রপ্তানি : সিন্ডিকেটবিরোধী আন্দোলনকারীরাই যাচ্ছেন সিন্ডিকেটে!

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!