এস্তোনিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের আশ্বাস

উত্তর-পূর্ব ইউরোপের দেশ এস্তোনিয়ার সঙ্গে বাংলাদেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে সবধরনের সহযোগিতা ও প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন দেশটির অনাবাসী বাংলাদেশি রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।

বৃহস্পতিবার (৩ জুন) এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলাইদের কাছে পরিচয়পত্র পেশকালে এমন আশ্বাস দেন তিনি।

দেশটির রাজধানী তাল্লিনে প্রেসিডেন্সিয়াল প্যালেসে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এস্তোনিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র জমা দেন বর্তমানে ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত আল্লামা সিদ্দিকী।

Travelion – Mobile

এ সময় রাষ্ট্রদূত এস্তোনিয়ার সরকার ও জনগণের জন্য বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা পৌঁছে দেন।

নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে এস্তোনিয়ার রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান।

তারা পারস্পারিক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষাগত সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত এস্তোনিয়ার রাষ্ট্রপতিকে আইসিটি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন এবং ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের দিকগুলো তুলে ধরেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!