এমপি পাপুল কুয়েতের নাগরিক নন

বাংলাদেশের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল কুয়েতের নাগরিক নন বলে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বার্তায় জানিয়েছে।

বার্তায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছে যে কুয়েতে অর্থ ও মানবপাচারের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের সংসদ সদস্য কাজী পাপুল কুয়েতের নাগরিকত্ব পেয়েছেন।

‘তার কুয়েতের নাগরিকত্ব সম্পর্কে যা প্রচারিত হয়েছে তা ভুল’ হিসেবে উল্লেখ করে এতে তার সম্পর্কে সঠিক সংবাদ প্রকাশের জন্যে আহ্বান জানানো হয়েছে।

Travelion – Mobile

কাজী পাপুল কুয়েতের রেসিডেন্স আইন অনুযায়ী বসবাস করছেন বলেও জানানো হয়।

গতকাল বুধবার পাপুলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সে (পাপুল) কুয়েতের নাগরিক কিনা সে বিষয়ে আমরা কুয়েতের সঙ্গে কথা বলছি। দেখবো। যদি তা হয় তাহলে ওই সিট হয়তো খালি করে দিতে হবে।’

করোনাময় বিশ্ব : ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার কারণ ও করণীয়

করোনাময় বিশ্ব : ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার কারণ ও করণীয়অতিথি : কামরুল সৈয়দ, সভাপতি, ভেনিস বাংলা স্কুল,, ইতালিমাকসুদ রহমান, প্রবাসী সাংবাদিক, ইতালিএডভোকটে আনিচুজ্জামান আনিচ, কমিউনিটি নেতা ও রাজনীতিবিদ, ইতালিজমির হোসেন, লেখক ও সাংবাদিক, ইতালিসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপক৯ জুলাই, বৃহস্পতিবার – ইতালি সময় : সন্ধ্যা ৭ টা, বাংলাদেশ সময় : রাত ১১ টা

Posted by AkashJatra on Thursday, July 9, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!