এবার চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট চালু করছে এয়ার এরাবিয়া

এবার আবুধাবি-চট্টগ্রাম-আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে শারজাহভিত্তিক বিমান সংস্থা’এয়ার এরাবিয়া’। আগামী ১১ অক্টোবর থেকে এই রুটেও দুটি ফ্লাইট চালু হচ্ছে। এতদিন শারজাহ-চট্টগ্রাম-শারজাহ এবং শারজাহ-ঢাকা-শারজাহ রুটে ফ্লাইট পরিচালনা করছিল বিমানসংস্থাটি। এই প্রথম সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে চট্টগ্রাম এবং আবুধাবি থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা করছে এয়ার এরাবিয়া। নতুন সার্ভিসে সপ্তাহে ঢাকা-আবুধাবি রুটে তিনটি ফ্লাইট ইতোমধ্যে চালু হয়েছে। এরফলে চট্টগ্রাম এবং ঢাকা থেকে বাংলাদেশের যাত্রীরা এয়ার এরাবিয়ার ফ্লাইটে সরাসরি আবুধাবি আসা-যাওয়ার সুযোগ পাচ্ছেন।

সপ্তাহের রবি ও মঙ্গলবার আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ৯.০০ মিনিটে ছেড়ে বিকেল ৩.৫৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। চট্টগ্রাম থেকে একই দিন বিকেল ৪.২৫ মিনিটে ছেড়ে স্থানীয় সময় রাত ৮.৪৫ মিনিটে আবুধাবি পৌছাবে।

নতুন সার্ভিস হিসেবে যাত্রী আকর্ষনে আবুধাবি-চট্টগ্রাম ভাড়াও দেয়া হয়েছে; সর্বনিম্ন ১৭৭০ আমিরাতি দিরহাম আর চট্টগ্রাম-আবুধাবি ভাড়া দেয়া হয়েছে সর্বনিম্ন ১৪০১ আমিরাতি দিরহাম।

Travelion – Mobile

এয়ার এরাবিয়া চট্টগ্রামের এক কর্মকর্তা আকাশযাত্রাকে বলেন, চট্টগ্রাম-শারজাহ রুটে নিয়মিত তিনটি ফ্লাইট এবং ঢাকা-শারজাহ রুটে নিয়মিত তিনটি ফ্লা্ইট পরিচালনা করছি। এরসাথে এখন আবুধাবি-ঢাকা রুটে সপ্তাহে তিনটি এবং আবুধাবি-চট্টগ্রাম রুটে তিনটি ফ্লাইট পরিচালনা শুরু করছি। এরফলে চট্টগ্রামের যাত্রীদের সরাসরি আবুধাবি যাওয়ার সুযোগ তৈরী হলো। একইসাথে আবুধাবি বিমানবন্দর হয়ে যেকোন গন্তব্য যাওয়ার সুযোগ পাচ্ছেন যাত্রীরা।

আরও পড়তে পারেন : ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট মালদিভিয়ান এয়ারলাইন্সের

তিনি বলেন, সাশ্রয়ী ভাড়া এবং অনটাইম সার্ভিসের কারণে যাত্রীরা চট্টগ্রাম এবং ঢাকা দুই প্রান্ত থেকেই আমাদেরকে বেছে নিবেন। কারণ চট্টগ্রাম থেকে আবুধাবি এবং রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট অনিয়মিত এবং অনটাইম নয়। আর ভাড়া আমাদের চেয় অনেক বেশি। ফলে দুদিক বিবেচনায় আমরাই এগিয়ে। আর সার্ভিস নিয়ে আমরা কেনা কম্প্রমাইজ করি না বলে আমাদের এটা ব্রান্ডিং রয়েছে।

বাংলাদেশে কভিড-১৯ মহামারি শুরুর পর চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে গত ২১ মার্চ সর্বশেষ ফ্লাইট চালিয়েছিল এয়ার এরাবিয়া। তখন চট্টগ্রাম-শারজাহ রুটে দিনে দুটি করে সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করেছিল।বর্তমানে আবুধাবি থেকে চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা করছে কেবল বাংলাদেশ বিমান। আর ঢাকায় ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান এবং ইতিহাদ এয়ারলাইনস।

জানতে চাইলে গালফ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক ও হজ এজেন্সিস এসোসিয়েশন চট্টগ্রাম চেয়ারম্যান শাহ আলম আকাশযাত্রাকে বলেন, চট্টগ্রাম-আবুধাবি রুটে বাংলাদেশ বিমানের পাশাপাশি এয়ার এরাবিয়া আসায় ভাড়াও প্রতিযোগিতামূলক হবে। আর এতে কম খরচে প্রবাসী আসা-যাওয়া করতে পারবেন। এখন সংযুক্ত আরব আমিরাতে যেহেতু যাত্রী সংখ্যা প্রচুর বাড়ছে তাই ফ্লাইট আরো বাড়ানো উচিত।

আরও পড়তে পারেন : মাস্কাট-চট্টগ্রাম-মাস্কাট রুটে সালামএয়ারের নিয়মিত ফ্লাইট

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ আর্ন্তজাতিক বিমানবন্দর এবং রাস আল খাইমাহ আর্ন্তজাতিক বিমানবন্দরকে ‘হাব’ বানিয়ে বিশ্বের ১৭০টির বেশি গন্তব্যে যাত্রী পরিবহন করছে শারজাহভিত্তিক বিমান সংস্থা এয়ার এরাবিয়া। ওই দুই বিমানবন্দরের পাশাপাশি আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকেও বিশ্বের চারটি দেশের নতুন ৬টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করছে এয়ার এরাবিয়া। এখন আবুধাবি থেকে বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর এবং ঢাকা শাহ জালাল আর্ন্তজাতিক বিমানবন্দর এবং মিশরের রাজধানী কায়রো ও আলেকজান্দ্রিয়া, সুদানের খার্তুম এবং আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভ্রমনের সুযোগ দিয়েছে এয়ার এরাবিয়া।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!