উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ উদযাপন

উজবেকিস্তানের রাজধানী তাসখান্দে উৎসাহ-উদ্দীপনায় বাংলা নববর্ষ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম রাষ্ট্রপতির বাণী এবং দূতাবাসের মিনিস্টার নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে উজবেকিস্তানে বসবাসরত সকল বাংলাদেশি ও দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানান।

Travelion – Mobile

তিনি বলেন, মুজিব বর্ষ ও আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরের এই দিনে বাংলা নববর্ষের উদযাপন আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। বাঙ্গালী চেতনার বৈশ্বিক প্রচারে আমাদের নিজেদের ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

এ উপলক্ষ্যে দূতাবাস প্রাঙ্গণ রঙিন আলপনায় অলংকৃত করা হয়। অনুষ্ঠান শেষে সকলকে বাঙালি খাবারের আপ্যায়ন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!