উজবেকিস্তানের নতুন রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম

সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিষয়ক শাখার অতিরিক্ত সচিব মো.জাহাঙ্গীর আলমকে উজবেকিস্তানে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮৬ ব্যাচের কর্মকর্তা। তিনি সচিবালয় ও মাঠ প্রশাসনে বিভিন্ন সক্ষমতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

Travelion – Mobile

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বর্তমান অবস্থানের আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের এশিয়া উইংয়ের যুগ্ম-সচিব হিসাবে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

আগের খবর
নেদারল্যান্ডের রাজার কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!