ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মরিশাসে উদযাপিত হলো প্রবাসী বাংলাদেশিদের অনলাইনভিত্তিক সংগঠন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

রবিবার (২০ সেপ্টেম্বর) দেশটির মোন-সোয়াইজি, সি-বিচ, সমুদ্রের পাড়ে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূূচিতে ছিল কোরআন তেলয়াত, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, আলোচনা সভা এবং কেক কাটা।

সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মরিশাসের ডাউন সিনড্রোম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আলী জুকান। বিশেষ অতিথি ছিলেন মরিশাসের সামাজিক সুরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবেদ ছৈফু, সমাজকর্মী এ্যদি সাজিয়া এবং প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী মোহাম্মদ সবুজ ।

Travelion – Mobile

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের সহ-সভাপতি মো.গাজী জাহাঙ্গীর আলম সবুজ, সহকারী সাংগঠনিক সম্পাদক মো. আল মামুন, সমাজকল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ শোয়েব পাঠান, প্রচার ও মুদ্রণ সম্পাদক শাহ জালাল, সহ সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদ মিনা।

প্রধান অতিথি আলী জুকান বলেন,”মানবতার কল্যাণে যারা কাজ করে তারাই মহৎ মনের অধিকারী। যারা নিঃস্বার্থে সর্বদা দুস্থ মানুষের সেবায় নিয়োজিত থাকেন সৃষ্টিকর্তা তাদের প্রতি সন্তুষ্ঠ থাকেন। ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের অসহায় প্রবাসীদের কল্যাণের পাশাপাশি দেশের দুস্থদের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত রেখে যাচ্ছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।

মরিশাসে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মরিশাসে উদযাপিত হলো প্রবাসী বাংলাদেশিদের অনলাইনভিত্তিক সংগঠন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

Posted by AkashJatra on Monday, September 21, 2020

বিগত দুইবছরে প্রবাস ও দেশে সংগঠনের বিভিন্ন মানবিক কার্যকমের বিবরণ তুলে ধরে সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, “জীবন সাজাতে মানুষ প্রবাসী হন। প্রবাস জীবনে এসেও অনেকে আবার নানা কারণে ভাগ্য বিড়ম্বনার শিকার হন। সারা বিশ্বের তেমন অসহায় প্রবাসীদের পাশে দাঁড়ানোর সবার্ত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের সংগঠন। পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা রয়েছে ।”

তিনি মানবতার সেবায় ভুমিকা রাখায় জন্য বিশ্বের ১৬ দেশের সংগঠনের সদস্য এবং পৃষ্ঠপোষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

এ দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে কেক কেটে ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘের দ্বিতীয় বার্ষিকী উদযাপন করা হয়।

গত ২ বছর আগে বিশ্বের ১৬ টি দেশের প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে প্রতিষ্ঠা করেন ইয়ং স্টার প্রবাসী কল্যাণ সংঘ। সম্পূর্ণ রাজনীতিমুক্ত সংগঠনটির মূল লক্ষ্য মানবসেবা। অসুস্থ প্রবাসীর চিকিৎসা সহায়তা, মরদেহ দেশে প্রেরণ, নতুন প্রবাসীদের ভাষা শেখার সহযোগিতাসহ প্রবাসীদের কল্যাণের পাশাপাশি দেশের দুস্থ জনগোষ্টির সেবার মাধ্যমে অবদান রাখছে প্রবাসী সংগঠনটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!