ইরানে স্বাস্থ্যবিধি মেনে স্কুল খুলল

করোনা ভাইরাস দুর্নিবার গতিতে ছড়িয়ে চলেছে। কিন্তু এরমধ্যেও নিও নরমাল পরিস্থিতির সঙ্গে লড়াই করে আস্তে আস্তে ফের স্বাভাবিক ছন্দে ফেরার পথে চলা শুরু করেছে নানা দেশ। গত শনিবার সাত মাস বন্ধ থাকার পর ইরানে খুলল স্কুল।

বিভিন্ন কড়া স্বাস্থ্যবিধি মেনে প্রায় দেড় কোটি শিক্ষার্থী ফের শিক্ষাঙ্গনে ফিরতে পারল। গত ৫ সেপ্টেম্বর থেকে তারা ক্যাম্পাসে ফিরছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

এই অবস্থায় সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে সামাজিক দূরত্ববিধি মেনে ছোট ছোট প্লাস্টিকের এক একটি তাঁবুতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। করোনা সংক্রমণ থেকে যাতে বাঁচা যায় তার জন্যেই এই বিশেষ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।

Travelion – Mobile

এই ছবি প্রথম শেয়ার করেন এক আন্তর্জাতিক সংবাদ সংস্থায় কর্মরতা জার্নালিস্ট ফারনাশ ফাশিহি ৷ ছবির ক্যাপশনে তিনি লিখেছেন .”School in the age of pandemic in Iran.”-অর্থাৎ ‘মহামারীর যুগে ইরানের স্কুল।’

ছবিটিতে পরিষ্কার দেখা যাচ্ছে খুদে ছাত্রীরা প্লাস্টিকের তাঁবুতে বলে রয়েছে ৷ তাঁদের মুখে কোনও মাস্ক নেই, নিজেদের খাতায় তারা লিখছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!