ইতালি ঢুকতে গিয়ে ২ বাংলাদেশি যুবকের প্রাণহানি

মঙ্গলবার রাতে ক্রোয়েশিয়া থেকে অবৈধভাবে ইতালি প্রবেশের চেষ্টা করতে গিয়ে কমপক্ষে দু’জন বাংলাদেশি হিমশীতল আবহাওয়ায় মারা যায়। দুইজনেই বসনিয়া থেকে ক্রোয়েশিয়া হয়ে ইতালি পথে রওনা হয়েছিলেন। নিহতরা হলেন- মাহমুদুল হাসান রিহান (২৭) এবং আলিউর রহমান রাজু (২৭)।

তারা দু’জনই সিলেটের সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। রাজু উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামের হাজি মাসুক মিয়ার ছেলে এবং রিহান আহমদ জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের গয়াছ মিয়ার ছেলে।

রাজুর চাচা মো. আরশ খান ভাসানী মিডিয়াকে বলেছেন, “রাজু এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছিল। তিন বছর আগে তিনি তুরস্কে গিয়েছিলেন। সেখান থেকে তিনি গ্রিসে পাড়ি জমান। তিনি গ্রীস থেকে ১৪ বার ইউরোপীয় মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন, তবে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে প্রতিবারই ফেরত পাঠিয়েছিল। তারপরে তিনি বসনিয়া যেতে সক্ষম হন।

Travelion – Mobile

“এক পর্যায়ে রাজু ও রিহান দুজনেই বসনিয়া থেকে ক্রোয়েশিয়া চলে যান এবং তারা সেখান থেকে রাস্তা দিয়ে ইতালি রওনা হন। সেখানকার তাপমাত্রা -৬ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং তারা তুষারে আটকে পড়েছিল,”তিনি যোগ করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!