ইতালির ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মিলান কনস্যুলেট

ইতালির ভেনিসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে মিলানের বাংলাদেশ কনস্যুলেট।

বাংলাদেশের রাত ১২.০১ মিনিটের সাথে মিল রেখে শনিবার ভেনিসের স্থানীয় একটি হলরুমে স্থাপিত অস্থায়ী শহিদ বেদিতে ভাষা শহীদের শ্রদ্ধায় পুস্পস্তর্পক অর্পণ করেন মিলান কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন। এ সময় কনস্যুলেট কর্মকর্তা ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন ।

এরপর বিল্লাল হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে শুরু হয় ভাষা দিবসের আলোচনা সভা। স্বাগত বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল হোসেন। রাষ্ট্রপ্রতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল সামসুল আহসান ও শ্রম কনসাল শিব্বির আহমেদ।

Travelion – Mobile

সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানান ভেনিসের বাংলাদেশ সমিতি, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর ঢাকা এসোসিয়েশন, কিশোরগঞ্জ জেলা সমিতি, যুবলীগ ভেনিস, ছাত্রলীগ ভেনিস, ভৈরব পরিষদ, নরসিংদি ফাউন্ডেশন ,আব্দুল্লাহপুর আঞ্চলিক সমিতি ,আদমপুর সমিতি,গ্রিন সিলেট।

কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা ফারুক সৈয়াল।

পরিশেষে একুশের উপর একটি ডকুমেন্টারি প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!