ইতালিতে সেপ্টেম্বরের মধ্যে ৮০% জনগণ পাবে করোনার টিকা

ইতালির নতুন সরকার জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে ৮০% জনগণকে করোনার টিকা দেওয়া হবে। শনিবার প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি জাতীয় টিকা কর্মসূচির এই লক্ষ্য নির্ধারণ করেছে।

ডোজ সরবরাহ ধীরগতি এবং অন্যান্য যৌক্তিক সমস্যা নিয়ে প্রবল সমালোচনার মুখে এমন পরিকল্পনার কথা আসে।

ইতালিতে, দুই মিলিয়নেরও কম মানুষ যা মোট জনসংখ্যার মধ্যে মাত্র ৩%, সম্পূর্ণরূপে করোনা টিকা পেয়েছে।

Travelion – Mobile

এছাড়াও ইতালি নতুন করে ভাইরাস প্রাদূভার্বের মুখোমুখি । প্র্রতিরোধে সোমবার থেকে, দেশটির বেশ কয়েকটি অঞ্চল “রেড অঞ্চল” হিসাবে শ্রেণিবদ্ধ করা হবে। এর অর্থ হ’ল দোকানগুলি বন্ধ হয়ে যাবে এবং স্কুলগুলি দূর শিক্ষায় চলে যাবে।

দেশটিতে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়েছে। শনিবার স্বাস্থ্য মন্ত্রনালয়ের প্রতিদিনের বুলেটিনে ২৬,০০০ এরও বেশি নতুন রোগের সংক্রমণেরকথা জানানো হয়েছে। দেশটির হাসপাতালগুলো COVID-19 রোগীদের আইসিইউতে ভর্তি বৃদ্ধির সাথে লড়াই করছে।

ইতালিতে এ পর্যন্ত ৩.২ মিলিয়ন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে। যুক্তরাজ্যের পরে, ইতালিতে ১ লাখ ১ হাজার ৮৮১ জন করোনায় মারা গেছে যা ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!