ইতালিতে প্রবাসীদের রেমিটেন্সের প্রতিবন্ধকতা নিরসনের প্রতিশ্রুতি

ইতালিতে বাংলাদেশের ফার্স্ট কিসিউিরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের উদ্যোগে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোব) দেশটির বন্দরনগরী মিলানোতে তাজমহল রেষ্টেুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী।

এক্সচেঞ্জের ইতালির ম্যানেজার মো. হামিদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট ম্যানেজার ফরিদ আহমেদ ভুঁইয়া, এক্সিকিউটিভ অফিসার রাহাত জামানসহ বিভিন্ন এজেন্ট সত্বাধিকারী ও মিলানোস্থ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাধারণ প্রবাসী বাংলাদেশিরা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের গ্রাহক ও সুধী সমাবেশে এজেন্ট  ও প্রবাসী বাংলাদেশিরা।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের গ্রাহক ও সুধী সমাবেশে এজেন্ট ও প্রবাসী বাংলাদেশিরা।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী, এজেন্ট ও সাধারণ প্রবাসীদের রেমিটেন্স পাঠানোর বিভিন্ন প্রতিবন্ধকতার সমাধানে আশ্বস্ত করেন।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : ইতালিয়ান বাংলাদেশি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক

তিনি, প্রবাসীদের সুবিধার্থে ভবিষ্যতে ইতালিতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পূর্ণাঙ্গ ব্যাংকিং ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানান।

অনুষ্ঠানে এজেন্ট ও মিলানোর প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সম্মাননা স্বারক দেওয়া হয়।

আরও পড়তে পারেন : ২৪ লাখ টাকায় ইতালিতে গিয়ে লাশ হল বাংলাদেশি যুবক

এছাড়াও সন্তোসজনক পারফরমেন্সের জন্য এজেন্টদের ক্রেস্ট দিয়ে সম্মানিত করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!