ইতালিতে পাসপোর্ট সংশোধনের দাবিতে বাংলাদেশিদের মানববন্ধন

ইতালির রাজধানী রোমে বাংলাদেশ দূতাবাসের সামনে পাসপোর্ট সংশোধনের দাবিতে মানববন্ধন করেছে কিছু প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় সোমবার এ কর্মসূচি পালনের সময় তারা বাংলাদেশ থেকে আনা জন্মসনদে উল্লেখিত বয়স দিয়ে নতুন পাসপোর্ট দেওয়ার দাবি জানান ।

পরে প্রবাসীরা তাদের পুরনো পাসপোর্টের বয়স সংশোধনের জন্য দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানান।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : নেতিবাচক প্রচার মোকাবিলায় ‘অভিবাসী কূটনীতি’ চালু করছে সরকার

জানা গেছে, এদের মধ্যে বেশিরভাগ প্রবাসী গত কয়েক বছরে বিভিন্ন দেশ থেকে পালিয়ে অবৈধপথে ইতালিতে প্রবেশ করেছেন।

ইউরোপে ১৮ বছরের নিচে অভিবাসীদের বৈধ হবার প্রক্রিয়া সহজ বলে এদের অনেকে ইতালিতে এসে বয়স কমিয়ে এখানে থাকার আবেদন করেন।

এখন বৈধভাবে থাকার অনুমতি পেলেও বাংলাদেশি পাসপোর্টের অভাবে বৈধ হতে পারছেন না তারা।

প্রায় এক বছর ধরে এ সমস্যা নিয়ে বিভিন্ন সময়ে সমাবেশ ও মানববন্ধন করলেও সমাধানের পথ মেলেনি। এর আগে গত ১৬ আগস্ট সমাবেশ শেষে রাষ্ট্রদূত বরাবর সংশোধনের দাবিতে একটি স্মারকলিপি দেওয়া হয়।

তবে এ বিষয়ে দূতাবাস বলছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে নির্দেশনা না পাওয়া পর্যন্ত কোন ধরনের বয়স সংশোধন আবেদন গ্রহন করবেন না তারা।

আকাশযাত্রার ফেসবুক পেইজ যুক্ত হতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!