ইঞ্জিন বিকলে সমুদ্রে বিধ্বস্ত উড়োজাহাজ

অস্ট্রেলিয়ায় সমুদ্রে ভেঙে পড়ল যাত্রিবাহী একটি ছোট উড়োজাহাজ। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ওই বিমানে পাইলট ছাড়া ছিলেন মাত্র এক জন যাত্রী।

অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, উড়োজাহাজমুদ্রে ভেঙে পড়ার আগেই তাঁরা দু’জন জলে ঝাঁপ দিয়ে সাঁতরে প্রাণে বাঁচেন।

তীব্র গরম থেকে রেহাই পেতে পারথ শহরের সমুদ্র সৈকতে তখন স্নানে মত্ত ছিলেন স্থানীয়রা। সেই সময় তাঁদের চোখে ধরা পড়ে বিমান ভেঙে পড়ার ওই দৃশ্য।

Travelion – Mobile

শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমে পুলিশ জানিয়েছে, ইঞ্জিন বিকল হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। সমুদ্র সৈকত থেকে মাত্র ২০ মিটার দূরে ঘটনাটি ঘটায় সহজেই সাঁতরে পাড়ে পৌঁছতে পেরেছেন উড়োজাহাজের পাইলট ও ওই যাত্রী।

২০১৮ সালে প্রশান্ত মহাসাগরের বুকে একই ভাবে ভেঙে পড়েছিল পাপুয়া নিউ গিনির একটি উড়োজাহাজ। সে বারও বরাতজোরে প্রাণে বেঁচেছিলেন ৪৭ জন যাত্রী।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!