ইউরোপীয় দেশ লাটভিয়ায় ফের লকডাউন ঘোষণা

করোনা মহামারীর নতুন সংক্রমণ ঠেকাতে ইউরোপের প্রথম দেশ হিসেবে লাটভিয়ায় নতুন করে এক মাসের লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল বুধবার দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লাটভিয়ার প্রধানমন্ত্রী ক্রিসজানিস কারিনস এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের স্বাস্থ্যব্যবস্থায় বিপদের মধ্যে.. এই সংকট থেকে বের হওয়ার একমাত্র উপায় হচ্ছে টিকা নেওয়া।’

উল্লেখ্য, লাটভিয়ার মোট জনসংখ্যা ১৯ লাখ। দেশটির ৫৭ শতাংশ মানুষ টিকা পেয়েছে। অথচ ইউরোপীয় ইউনিয়নে এই হার ৭৪ শতাংশ। সংক্রমণ ঠেকাতে চলতি সপ্তাহে লাটভিয়া সরকার রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছিল।

Travelion – Mobile

করোনা মহামারি যে সময়ে শেষ হওয়ার কথা তার চেয়ে আরও এক বছর বেশি সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বলা হচ্ছে, দরিদ্র দেশগুলো প্রয়োজন অনুযায়ী ভ্যাকসিন পাচ্ছে না। এতে করোনা সংকট খুব সহজেই ২০২২ সালের গভীর পর্যন্ত চলবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!