ইউনাইটেড এয়ারলাইন্স বন্ধ করল ৫৯টি বোয়িং ৭৭৭ চলাচল

ইঞ্জিনে আগুন ধরার জেরে

যুক্তরাষ্ট্রের বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার পর সোমবার (২২ ফেব্রুয়ারি) বিশ্বব্যাপী কয়েক ডজন বোয়িং ৭৭৭ উড়োজাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

শনিবার ডেনভারে সংস্থাটির একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরার ঘটনার পর থেকেই রি পদক্ষেপ নেওয়া হয়। বোয়িং ৭৭৭ বিমানের ১২৮ টির মধ্যে ৬৯ টি চলাচল করছে। বাকী ৫৯টির চলাচল বন্ধ রাখা হয়েছে। যেসব বিমানে প্রাট এন্ড হুইটনির ইঞ্জিন রয়েছে কেবল সে সব বোয়িং বিমানের উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। কারণ ডেনভারে যে বিমানটিতে আগুন ধরেছিল সেটি এই কোম্পানির ইঞ্জিন।

আকাশে ১৫ হাজার ফুট উঁচুতে ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ইঞ্জিনে আগুন
আকাশে ১৫ হাজার ফুট উঁচুতে ইউনাইটেড এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ইঞ্জিনে আগুন

ডেনভার থেকে দুই শতাধিক আরোহী নিয়ে হাওয়াই যাওয়ার পথে শনিবার ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বোয়িং বিমানের ডান ইঞ্জিন থেকে আগুন আর ধোঁয়া বের হতে শুরু করে। এক পর্যায়ে জরুরি অবতরণে সক্ষম হয় বিমানটি। নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এর ২৩১ যাত্রী ও ১০ ক্রু।

Travelion – Mobile

ইঞ্জিন কোম্পানি প্রাট এন্ড হুইটনি বলছে, ঘটনা তদন্তে তারা এনটিএসবিকে সহায়তা করছে এবং বিমানের নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে অব্যাহত-ভাবে কাজ করে যাবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!