আরব আমিরাতে অনুষ্ঠিত হতে পারে আইপিএল

টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত! আইসিসি এই ঘোষণা করতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে।

আইসিসি-র বৈঠকের পরের দিনই আইপিএল-এর গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল জানিয়ে দিলেন, মেগা টুর্নামেন্টে পূর্ণাঙ্গ আইপিএল অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

ভারতে কভিড -১৯ এর ভয়াবহ পরিস্থিতির জন্য এভারের আইপিএল চলে যেতে পারে মধ্যপ্রাচ্যের মাটিতে, এ রকম খবর আগে থেকেই গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল। গণমাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের নামও শোনা যাচ্ছিল এভারের আইপিএল-এর ভেন্যু হিসেবে।

Travelion – Mobile

পটেল আরো জানান, আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ‘‘এখনো পর্যন্ত আমাদের ইচ্ছে আছে পূর্ণাঙ্গ টুর্নামেন্টই আয়োজনের। ৬০ ম্যাচ এর টুর্নামেন্ট আমরা সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সকল প্রস্তুতি নিচ্ছি।’’

আরও পড়তে পারেন : আমিরাতের মেয়াদউত্তীর্ণ ইকামার জন্য লাগবে নতুন আবেদন

পটেল আরো বলেন, মেগা টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য দিন দশেকের মধ্যেই বৈঠকে বসতে ইচ্ছে ব্যত্ত করেন আইপিএল-এর গভর্নিং কাউন্সিল। সেই বৈঠকেই আইপিএল-এর ক্রীড়াসূচি নির্ধারিত হতে পারে।

মাহামারি পরিস্থিতিতে ক্রিকেটাররা ক্রিকেট থেকে অনেক দূরে। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন করার ভাবনা রয়েছে ফ্র্যাঞ্চাইজিদের।

আরও পড়তে পারেন : কুয়েতে এক মিশরীয় নিহতের ঘটনায় তিন বাংলাদেশি গ্রেফতার

নাম প্রকাশে অনিচ্ছুক এক ফ্র্যাঞ্চাইজি মালিক সাংবাদিকদের জানান, ‘‘প্লেয়ারদের অন্তত মাস খানেকের ট্রেনিং দরকার। আইপিএল শুরুর সময় জানিয়ে দিলেই আমরা সমস্ত পরিকল্পনা করে ফেলব। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে আইপিএল হতে যাচ্ছে দুবাইয়ে। আমরা দুবাই এর আসরের জন্য প্রস্তুত।’

কেমন আছেন কাতারপ্রবাসী বাংলাদেশিরা

কেমন আছেন কাতারপ্রবাসী বাংলাদেশিরাবীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, উপদেষ্টা – বাংলাদেশ কমিউনিটি, কাতারমোহাম্মদ মোসলেম উদ্দিন , বিজনেস ম্যানেজার, আল-জামান এক্সচেঞ্জ, আমিন রসুল (সাইফুল), সেক্রেটারি-জেনারেল – বাংলাদেশ কমিউনিটি কাতার সমন্বয় ও সহযোগিতা : নুর মোহাম্মদ, লেখক ও সাংবাদিকসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপক

Posted by AkashJatra on Monday, July 20, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!