আমিরাত ফেরা হলো না প্রবাসী মাসুদের

প্রবাসের চিকিৎসা খরচ অনেক। তাই দেশে গিয়েছিলেন কিডনি অপারেশন করতে। সুস্থ হলে ফেরার কথা আমিরাত প্রবাসে। কিন্তু আর ফিরবেন না শারজাহপ্রবাসী বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মাসুদুল ইসলাম (২৮)। অকালেই চলে গেছেন না ফেরার দেশে।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার আজগর আলী হাসপাতালে চিকিৎসায় থাকা অবস্থায় মারা যান তিনি। গতকাল মঙ্গলবার বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাসুদ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়াডের পূর্ব কচুখাইন খয়রাতুল মিয়া সওদাগরের বাড়ির নুরুল আলমের ছেলে।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : প্রবাসীদের জন্য দুবাই কনস্যুলেটের ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড’

প্রবাসী স্বজন ও পরিবারের সূত্রে জানা যায়, ৩ বছর আগে আমিরাত পাড়ি দেন। কাজ করতেন শারজায় বাবার গ্যারেজে।

মাসখানেক আগে তার কিডনির সমস্যা ধরা পড়লে শারজায় সে প্রাথমিক চিকিৎসা নেন। ১৯ জুলাই মায়ের সাথে দেশে ফিরেন অপারেশন করতে।

চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে কিডনির পাথরের অপারেশ করা হয়। ২ দিন ভালো থাকলেও এরপর শুরু হয় যন্ত্রণা। তখন একই হাসপাতালে আইসিউতে ভর্তি করা হয় তাকে।

আরও পড়তে পারেন : মালয়েশিয়ায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রবাসী মাহবুব, বাঁচানোর আকুতি পরিবারের

মাসুদের ছোটভাই আরিফুল ইসলাম জানান, অবস্থার উন্নতি না হলে সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করে।

দেশে ভুল চিকিৎসার কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন আরিফুল ইসলাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!