আমিরাতে ‘শেকড়ের খোঁজে’র ইফতার সামগ্রী বিতরণ

সংযুক্ত আরব আমিরাতে করোনায় অসহায় প্রবাসী বাংলাদেশিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে বাঙ্গালী সংস্কৃতির প্রচার ও প্রসারের লক্ষ্যে যাত্রা শুরু করা ‘শেকড়ের খোঁজে’ সংগঠন। সংগঠন। সংগঠনের সদস্যদের মাধ্যমে আমিরাতের বিভিন্ন রাজ্যে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি চলমান রয়েছে।

সংগঠনের সভাপতি সাবেক লেফট্যানান্ট কাজী গুলশান আরা জানান,”বৈশ্বিক মহামারিতে আমরা বিলাসিতার ভোজের বদলে নিঃস্বার্থ দানকে বেছে নিয়েছি। পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে ১ হাজার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। চাল, ডাল, তেলসহ অতি প্রয়োজনীয় ৭টি খাদ্য দিয়ে প্যাকেট তৈরি করে ইতোমধ্যে দেশে ও সংযুক্ত আমিরাতে ১ হাজার পরিবার এর মাঝে আমরা পুরো ১ মাসের খাদ্য সহায়তা প্রদানে সক্ষম হয়েছি।”

তিনি আরো জানান, করোনায় জনসমাগমে নিষেধাজ্ঞা থাকায় আমরা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির মাধ্যমে বাসায় বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। এছাড়া খাদ্যসামগ্রী বিতরণের ছবি তোলা আমাদের সংগঠনের নিয়মের পরিপন্থী। লকডাউন ও রমজানে সামান্য এই উপহার দিয়ে মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের তৃপ্তি।”

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!