আমিরাতে লটারিতে ১০৫ কোটি টাকা বিজয়ী প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্র-তে ৩৫ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা বিজয়ী হয়েছেন প্রবাসী বাংলাদেশি মুহাম্মদ রায়ফেল৷

দেশটির আল আইনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীর টিকেট নম্বর ০৪৩৬৭৮। তার বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। তার যোগােযাগের চেষ্টা করছে প্রবাসী সাংবাদিকরা।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে এ খবর ফলাও করে প্রচার করা হয়েছে।

Travelion – Mobile

প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়। প্রতিমাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।

প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসে ছিল প্রথম পুরষ্কার ৩৫ লাখ দিরহাম (প্রায় ১০৫ কোটি টাকা)।

জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

আমিরাত প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!