আমিরাতে বুর্জ খলিফার বর্ণিল আলো আর আজানের ধ্বনিতে মসজিদ খোলার স্মরণ

সংযুক্ত আরব আমিরাতে করোনা প্রাদূর্ভাব প্রতিরোধে বন্ধ থাকা মসজিদ আবারও খুলে দেওয়া হয়েছে। আর একে স্মরণীয় করে রাখতে বিশ্বের সবচেয়ে উচু ভবন বুর্জ খলিফায় আজান দেওয়া হয়। সে সঙ্গে আজানের বাক্য ‘হাইয়্যা আলাস সালাহ’ বলার সাথে সাথে টাওয়ারে আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এ ধ্বনি।

গত শুক্রবার এশার নামাজের সময় বর্ণিল আলোয় আরবিতে ‘হাইয়্যা আলাস সালাহ’ লেখা দেখে দর্শনার্থীরা ‘আল্লাহু আকবার’ তাকবির দিয়ে স্মরণীয় করে রেখেছে সে মুহূর্তকে।

দর্শনার্থীরা দারুণ মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন এবং সে সকল ছবি ও ভিডিও পোস্ট করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Travelion – Mobile


আজান মাধ্যমে আরব আমিরাতে পুনরায় মসজিদ চালু হওয়ায় আমিরাত সরকার দেশের সকল মুসলিম জনসাধারণকে অভিনন্দন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানািয়েছেন। ।

বিভিন্ন সময় বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাকে আলোকসজ্জায় সাজানো হয়। বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টি,বিভিন্ন দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশার্থে এমন করা হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!