আমিরাতে বাংলাদেশের বই মেলার স্বাদ পেতে যাচ্ছে প্রবাসীরা

স্বাধীন বাংলার প্রাচীন ইতিহাসের অংশ বই মেলা৷ এবার সেই বই মেলার স্বাদ পেতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা।

দেশটির বাণিজ্যিক শহর দুবাইয়ে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বইমেলা ও বঙ্গ সাংস্কৃতিক উৎসব। তিন দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।

ইতোমধ্যে মেলার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই।

Travelion – Mobile

আমিরাত প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

এদিকে প্রবাসীদের নিয়ে প্রথমবারের মতো কনস্যুলেটের এই বইমেলা ব্যাপক সাড়া ফেলেছে। প্রবাসীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন ৪,৫ ও ৬ নভেম্বরের বই মেলার।

শুরুতে মোট ৫০টি স্টল রাখার কথা থাকলেও চাহিদা বাড়ায় ৭৩টি স্টল বরাদ্দের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। মেলায় ঢাকা থেকে যোগ দিচ্ছে ৩০টি প্রসিদ্ধ প্রকাশনা সংস্থা।

আগের খবর : আমিরাতে প্রথমবারের মতো বাংলাদেশ বইমেলার আয়োজন

মেলায় প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। মেলা উদ্বোধন করবেন প্রখ্যাত কবি ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল আব্দুল নাসের চৌধুরী।

সম্মানিত অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।  

সার্বিক বিষয়ে বি এম জামাল হোসেন বলেন, কনস্যুলেট প্রাঙ্গণে এই প্রথম বইমেলার আয়োজন করা হচ্ছে। বস্তুত, আমাদের উদ্দেশ্য মানসম্পন্ন লেখক তৈরি করা এবং পাঠক আগ্রহ সৃষ্টি করা।

আমিরাত প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!