আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্যমেলা

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ‘বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরাম’ এর আয়োজনে দিনব্যাপী পণ্যমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলরুমে আয়োজিত মেলায় আমিরাত সরকারের নিবন্ধিত ক্ষুদ্র ও মাঝারি ধরনের ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয়।

আমিরাতের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

Travelion – Mobile

স্টলে দেশীয় পোশাক, পাটজাত পণ্য, জুতা, ব্যাগ, খাবার, মসলা, প্রসাধনী, পাহাড়ি বস্ত্রসহ নানা পণ্য স্থান পায়। মেলা উপলক্ষে বিশেষ ছাড়ে পণ্য বিক্রি করে প্রতিষ্ঠানগুলো৷

মেলার উদ্বোধন করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ উইমেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবিদা হোসেন।

আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্যমেলা
আমিরাতে বাংলাদেশি নারী উদ্যোক্তাদের পণ্যমেলা

তিনি সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধিতে ভুমিকা রাখায় নারী উদ্যোক্তাদের ধন্যবাদ জানান৷

দূর প্রবাসে ব্যস্ততার মাঝেও কিভাবে বাংলাদেশি নারী উদ্যোক্তারা তাদের সাফল্য পাচ্ছেন এসব কাহিনী তুলে ধরা হয় মেলার উদ্বো:ন অনুষ্ঠানে।

আরও পড়তে পারেন : আমিরাতে প্রবাসী উৎসবে বাংলাদেশি নারীদের একদিন

নারী উদ্যোক্তারা অনলাইন ও অফলাইনে ব্যবসা পরিচালনায় তাদের অভিজ্ঞতা তুলে ধরেন ৷

উদ্যোক্তা আবাদা বুশরা বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতের আইন মেনে লাইসেন্স পেয়ে আমরা সবাই ব্যবসা পরিচালনা করে যাচ্ছি৷ দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে পুরুষদের পাশাপাশি নারীদের ভুমিকা অস্বীকার করার সুযোগ নেই৷

‘আমরা প্রত্যাশা করি ছোট ছোট উদ্যোগ দূর প্রবাসে নারীদের অনেক বড় সফলতা এনে দেবে’, তিনি যোগ করেন।

আরেকজন নারী উদ্যোক্তা সুলতানা বিলকিস বলেন, ‘আমিরাতে আইন মেনে যেকোনো ব্যবসা নিরাপদ। লাইসেন্স নিয়ে আমরা ঘরে বসে ব্যবসা পরিচালনা করে যাচ্ছি। পরিশ্রম ও সততায় অনেকেই এখানে সফল হচ্ছেন৷

আমিরাতের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

মেলায় অংশ নেন নারী উদ্যোক্তা নিশা মোহাম্মদ, কামরুন্নেছা, নাজমা সুলতানা, রোকসানা মজুমদার, দুলালী হোসেন, নাজমান নাহার বুবলী, আবাদা বুশরা, সাদিয়া হায়দার, সাবেরা সনি কোরাইশি, নাসরীন সুলতানা, তানিয়া সালাহউদ্দিন, নাসরীন আক্তার, ফেরদৌসী আক্তার, সুলতানা বিলকিস, রাবেয়া বাসরী এবং ফাতেমা জাহান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!