আমিরাতে প্রবাসী বাংলাদেশি নারী উদ্যোক্তাদের সম্মাননা

সংযুক্ত আরব আমিরাতে ‘বাংলাদেশি লেডিস ইন ইউএইর’ দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন ও নারী উদ্যোক্তাদের সম্মাননা দেওয়া হয়েছে।

গত শুক্রবার আজমানের একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন এতে প্রধান অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন লাবণ্য আদিল।

Travelion – Mobile

উদ্যোক্তা লিজা হোসেনের সভাপতিত্বে ও পারভীন জলি-শারমিন রাখি-নওরিন রিম-রুমা হাসানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কনসাল জেনারেলের সহধর্মিণী আবিদা হোসেন, জেসমিন মাহাবুব সিআইপি, মোহাম্মদ এয়াকুব সৈনিক, জসিম মল্লিক, প্রাণ গ্রুপের ডিজিটাল মার্কেটিং কো-অর্ডিনেটর রুমা হাসানসহ অনেকে।

প্রধান অতিথি বিএম জামাল বলেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি নারীদের অগ্রযাত্রা এখন আশার আলো দেখায়। আমিরাতেও এর ব্যতিক্রম নয়। দেশটিতে বাংলাদেশি নারী উদ্যোক্তারা দেশের ভাবমূর্তির পাশাপাশি রেমিট্যান্স বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। দুবাই কনস্যুলেট নারীদের ঐক্যবদ্ধ ও ব্যবসা বাণিজ্যে এগিয়ে যাওয়াকে স্বাগত জানায়।

বাংলাদেশের প্রাণ গ্রুপের মার্কেটিং ম্যানেজার সিরাজুস সালেহিন বলেন, আরব আমিরাতে যেভাবে নারীরা সাহস ও দক্ষতার প্রমাণ দিচ্ছেন তা বাংলাদেশের জন্য সম্মানের।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!