আমিরাতের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাখতুমের কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

সোমবার (২৩ নভেম্বর) আবুধাবির কাসার আল ওয়াতান প্যালেসে উপরাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, হাইরিয়াসের উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের ১০ সদস্যের উপস্থিতিতে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পরিচয়পত্র পেশ করে তিনি।

রাষ্ট্রদূত আবু জাফরকে স্বাগত জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট তাকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

Travelion – Mobile

রাষ্ট্রদূত আবু জাফর সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের কাছে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের সুস্বাস্থ্যের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের ভ্রাতৃপ্রতিম জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!