আমিরাতের নতুন অর্থমন্ত্রী শেখ মাকতুম

সংযুক্ত আরব আমিরাতের নতুন অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন দেশটির প্রধানমন্ত্রীর ছেলে শেখ মাকতুম বিন মোহাম্মদ বিন রাশেদ।

শনিবার প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম টুইট বার্তায় নিশ্চিত করেছেন।

৩৭ বছর বয়সী যুবক শেখ মাকতুম দেশটির দ্বিতীয় অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন। অর্থমন্ত্রীর পাশাপাশি তাকে ডেপুটি প্রধানমন্ত্রী হিসেবেও নিয়োগ দেওয়া হয়েছে।

Travelion – Mobile

এর আগে টানা ৫০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে ই’ন্তেকাল করেন শেখ হামদান বিন রাশেদ। তার মৃ’ত্যুর প্রায় ৬ মাস পর নতুন অর্থমন্ত্রী নিয়োগ দেয় দেশটির মন্ত্রী পরিষদ।

১৯৭১ সালে ফেডারেশন ঘোষণার পর প্রথম সরকার থেকে মৃত্যু পর্যন্ত ৫০ বছর ধরে টানা সংযুক্ত আরব আমিরাতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন শেখ হামদান। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!