আবুধাবি ফ্লাইট থেকে উদ্ধার ১৫০টি স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি ৪০০ গ্রাম ওজনের ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদ পেয়ে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটে যৌথ অভিযান চালায় কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার রোকসানা আক্তার আকাশযাত্রাকে জানান, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

Travelion – Mobile

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!