আটলান্টিক সিটিতে বাংলাদেশিদের নবান্ন উৎসব

যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির উদ্যোগে “নবান্ন উৎসব” এর আয়োজন করা হয়। বিপুল সংখ্যক সিলেটবাসীসহ প্রবাসী বাংলাদেশিরা পিঠার বাঙালির ঐতিহ্যের পিঠার স্বাদ নিতে উৎসবে অংশ নেন।

যুক্তরাষ্ট্র প্রবাসের খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

স্থানীয় ২৯ নভেম্বর হিম শীতের রাতে প্রবাসীরা মেতে উঠেছিল জমজমাট উৎসবে। বাহারি নামের নানান ধরণের বাঙালি ঐতিহ্যের পিঠার স্বাদ নিতে গিয়ে প্রবাসীদের অনেকে নস্টালজিক হয়ে পড়ে।

আটলান্টিক সিটিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবান্ন উৎসবে অতিথি ও আয়োজকরা।
আটলান্টিক সিটিতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবান্ন উৎসবে অতিথি ও আয়োজকরা।

Travelion – Mobile

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। আমিনুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল উদদীন ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম।

অতিথি বক্তা ছিলেন, আটলান্টিক সিটির চতুর্থ ওয়ার্ড এর কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদদীন পাঠান, আব্দুর রব, এসিএমইউ’র বোর্ড সদস্য মো. দিদার।

জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবান্ন উৎসবে বিপুল সংখ্যক সিলেটবাসীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবান্ন উৎসবে বিপুল সংখ্যক সিলেটবাসীসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বলেন,“প্রবাসে আমাদের লোকজ ও নান্দনিক সংস্কৃতির বহি:প্রকাশের লক্ষ্যেই এই নবান্ন উৎসবের আয়োজন। বিশেষ করে প্রবাস প্রজন্মের মনোভূমে লোকজ সংস্কৃতি জাগরুক রাখার লক্ষ্যেই আমাদের এই প্রয়াস”।

প্রবাস প্রজন্মের ব্যাপক অংশগ্রহণ ও তাদের উৎসাহ উদদীপনায় আয়োজনের সার্থকতা খুঁজে পান উদোক্তরা।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের কার্যকরী কমিটির সদস্যদের উপস্হিত সুধীজনদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বাঙালি ঐতিহ্যের পিঠার স্বাদ নিতে গিয়ে প্রবাসীদের অনেকে নস্টালজিক হয়ে পড়ে
বাঙালি ঐতিহ্যের পিঠার স্বাদ নিতে গিয়ে প্রবাসীদের অনেকে নস্টালজিক হয়ে পড়ে

নবান্ন উৎসবের বাড়তি পাওনা ছিল উওর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী চন্দন চৌধুরীর মনোজ্ঞ সংগীত পরিবেশনা। এছাড়া রবিউল হোসেন মাছুম ও আমিনুর রহমান মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

উৎসবের সার্বিক সহযোগীতায় ছিলেন আবু সুফিয়ান, আবদুস সালাম, লুৎফুর রহমান, রোকন পাশা, তুষার আহমদ ।

আরও পড়তে পারেন :
আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মানবিক সহায়তা
আটলান্টিক সিটির টিন সেন্টারে কোরআন শরীফ বিতরণ
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকার নতুন নেতৃত্ব
নিউইয়র্কে ‘সাহিত্য একাডেমির’ যুগপূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন
নিউইয়র্ক মাতলো লালন উৎসবে
নিউইয়র্কের দেয়ালে ‘রূপসী বাংলাদেশ’
নিউইয়র্কে মুগ্ধতা ছড়ালো নীলা জেরীনের ‘অষ্ট নায়িকা’
নিউইয়র্কে হবিগঞ্জ বৃন্দাবন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের ফ্যামিলি নাইট
নিউইয়র্কে মানিকগঞ্জবাসীর পিঠা উৎসব
যুক্তরাষ্ট্রের সুনামগঞ্জ জেলা সমিতির নতুন কমিটি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!