আটকে পড়া কাতারপ্রবাসীদের ফেরাতে রাষ্ট্রদূতের বৈঠক

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্সুলার দপ্তরের প্রধান অ্যাম্বেসেডর মোহাম্মদ আবদুল্লাহ সাঈদের সাথে সাক্ষাৎ করেছেন কাতারে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন।

সোমবার (৯ নভেম্বর) এক ঘন্টা স্থায়ী বৈঠকে কন্সুলার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কন্সুলার দপ্তরের মধ্যে সহযোগিতা জোরদার করা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের কাতারে প্রত্যাবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

রাষ্ট্রদূত মোহাম্মদ জসীম উদ্দিন আটকা পড়া বাংলাদেশিদের আর্থিক সংকটসহ অন্যান্য যে সকল সমস্যা মোকাবেলা করছেন সে সম্পর্কে কন্সুলার দপ্তরের প্রধানকে বিষদভাবে অবহিত করেন।

Travelion – Mobile

অ্যাম্বেসেডর মোহাম্মদ আবদুল্লাহ সাঈদ আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে কাতার সরকারের চলমান সহযোগিতার কথা উল্লেখ করে বলেন যে এ বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!