অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি

কলেজ অব এভিয়েশন টেকনোলজি (CATECH)

বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশে প্রথম এভিয়েশন শিক্ষা প্রতিষ্ঠান ‘কলেজ অব এভিয়েশন টেকনোলজি (CATECH)’। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আটটি সেমিস্টারে চার বছর মেয়াদী এই দুটি কোর্সে ভর্তির শেষ সময় আগামী ১৯ শে অক্টোবর ৷

২০১৮/২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আর বিজ্ঞান/কমার্স/বিসনেস স্টাডিস/বাণিজ্য/ব্যবসা প্রশাসন/কলা/মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করা শিক্ষার্থীরা বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন ৷

দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক এবং আধুনিক ইঞ্জিন ল্যাব ও ককপিট ল্যাব সমৃদ্ধ এভিয়েশন শিক্ষার এই কলেজের সুবিধাসমূহের মধ্যে রয়েছে: উড়োজাহাজে সরাসরি (লাইভ ) প্রাকটিক্যাল প্রশিক্ষণ, জার্মানি, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়াতে ইন্টার্নশীপের সুযোগ, ক্রেডিট টান্সফার করতে পারবেন কিংসস্টন ইউনিভার্সিটি লন্ডন, কভেন্ট্রি ইউনিভার্সিটি, হার্টফোর্ডশায়ার ইউনিভার্সিটি, ম্যানচেস্টার ইউনিভার্সিটি অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে৷

Travelion – Mobile

আবেদন করার নূন্যতম যোগ্যতা
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং অনার্স কোর্সে আবেদন করতে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে পদার্থ বিজ্ঞান অথবা উচ্চতর গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট আবেদন করতে বিজনেস স্টাডিস অথবা বাণিজ্য অথবা ব্যবসা প্রশাসন বিভাগ থেকে এইচএসসিতে ন্যূনতম ৩.০০জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং অথবা বিসনেস অর্গানিজশন এন্ড ম্যানেজমেন্ট অথবা অর্থনীতি অথবা ফিনান্স, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স অথবা প্রোডাকশন মাঞ্জমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্টাটিস্টিক্সের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷

আর্টস অথবা মানবিক অথবা কলা বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে ৷ অর্থনীতি অথবা বিসনেস অর্গানিজশন এন্ড ম্যানেজমেন্ট অথবা ফিনান্স, ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স অথবা প্রোডাকশন মাঞ্জমেন্ট এন্ড মার্কেটিং অথবা স্টাটিস্টিক্সের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷

এই কোর্সে এইচএসসি বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করা শিক্ষার্থীর আবেদন করতে এইচএসসিতে ন্যূনতম ৩.০০ জিপিএ থাকতে হবে ৷ আগ্রহী প্রার্থীর এইচএসসিতে উচ্চতর গণিতে ন্যূনতম ৩.০০ থাকতে হবে ৷

বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি

টিউশন ফিস
বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং: ভর্তি ফি : ৩০,৫০০/- টাকা । সেমিস্টার প্রতি টিউশন ফি : ৮৫,০০০/- টাকা । চার বছরে মোট খরচ : ৭,১০,৫০০/- টাকা ।
বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট: ভর্তি ফি : ৩০,৫০০/- টাকা । সেমিস্টার প্রতি টিউশন ফি : ৫০,০০০/- টাকা । চার বছরে মোট খরচ : ৪,৩০,৫০০/- টাকা ।

ক্রেডিট
মোট ক্রেডিট (বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং): ১৪২।
মোট ক্রেডিট (বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট): ১২০ ।

চাকরির সুযোগ
দুটিই বিশ্বব্যাপী স্বীকৃত এবং জনপ্রিয় পেশা ৷ দেশীয় বিমানসংস্থা ছাড়াও বাংলাদেশে ফ্লাইট অপারেট করা মধ্যপ্রাচ্যেসহ বিশ্বের বিমানসংস্থাগুলোতে কাজ করার সুযোগ রয়েছে ৷

বিএসসি অ্যারোনটিকাল ইঞ্জিনিয়ারিং কোর্সে ডিগ্রী অর্জনকারী এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, এভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ইঞ্জিনিয়ারিং, এয়ারপোর্ট ডিজাইন এন্ড প্ল্যানিং, স্যাটেলাইট, স্পেস ইঞ্জিনিয়ারিং, রোকেট্রি, রাডার সিস্টেমস, রিমোট কন্ট্রোল সেন্সিং সিস্টেমস, হিউমান মেকানিক্স, এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট ডিজাইন, গ্যাস টারবাইন ইঞ্জিন ডিজাইন এন্ড মেইনটেনেন্স, রেডিও ইলেকট্রিকাল সিস্টেমস, এয়ারক্রাফট ইন্টেরিওর , জেট ইঞ্জিন ডিজাইন, জেট ইঞ্জিন মেইনটেনেন্স, থার্মাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স ইঞ্জিনিয়ারিং, স্পেসক্রাফট কনস্ট্রাকশন এন্ড ডিজাইন ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স, মেকাট্রনিক্স, রেডিও টেকনোলজি, স্যাটেলাইট এন্ড টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷ পাশাপাশি ৬০ টি ক্রেডিট অধ্যয়ন করবেন যা শিক্ষার্থীকে ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স এন্ড মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এর বিসিএস, সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং সেক্টরে চাকরি পেতে সুযোগ দেবে ৷

বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট কোর্সে ডিগ্রী অর্জনকারী বিমানবন্দর প্রশাসন, বিমানবন্দর অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, এয়ারলাইন্স অ্যাকাউন্টিং, এয়ারলাইনস ফাইন্যান্স, এয়ার হোস্টেস, এয়ারক্রাফট অপারেশন, এয়ারলাইন্স অপারেশন, বিমানবন্দরে যাত্রী সেবা, বিমান বন্দরে এয়ারক্রাফট পরিচালনা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এয়ারলাইনস ব্যবস্থাপনা, বিমানবন্দরে করারোপণ, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকেটিং, জিডিএস প্রোগ্রাম এ বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন ৷ পাশাপাশি শিক্ষার্থী সাধারণ বিবিএর ৬০ টি ক্রেডিট অধ্যয়ন করবে, যা ব্যাঙ্ক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিক্রয় ও বিপণন, গ্রাহক সেবাসহ সাধারণ বিবিএর বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সমস্ত চাকরি পেতে সুযোগ দেবে ৷

ভর্তি বিস্তারিত তথ্য জানার জন্য ফোনে (+৮৮-০১৯২৬-৯৬৩৬৫৩ কিংবা +৮৮০২-৮৯৯১৩৭১) যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কলেজ অব এভিয়েশন টেকনোলজি (CATECH) : ঠিকানা: সেক্টর -১১, রোড -২, প্লট -১8, উত্তরা, ঢাকা এসেও আবেদন করতে পারেন ৷

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!