অস্ট্রেলিয়ায় এএমডব্লিওসি’র নির্বাচনে আনিসুল-সাদিকুর প্যানেলের নিরুঙ্কুশ জয়

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের বাঙালী মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের (এএমডব্লিওসি) ২০২১-২৩ সালের নির্বাহী কমিটির নির্বাচনে আনিসুল-সাদিকুর পরিষদ পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে।

১৭ সদস্যে নির্বাহী কমিটির চারটি পদে সরাসরি ভোটে নির্বাচিতরা হলেন সভাপতি ড. আনিছুল আফসার, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান খান মুন, সহ সভাপতি-১ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ও সহ সভাপতি-২ ড. আবুল কাশেম। বাকী ১৩ টি পদে আনিসুল-সাদিকুর পরিষদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শনিবার সংগঠনটির বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ডা, তোজাম্মেল হোসেন। সেন্টারের ৯০৬ জন আজীবন সদস্য ভোট প্রদান করেন। নির্বাচনে আনিসুল-সাদিকুর পরিষদ প্যানেল এবং জলিল-খাইরুল পরিষদ প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনে  পূর্ণ প্যানেলে বিজয়ী  আনিসুল-সাদিকুর পরিষদ।
অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয়ী আনিসুল-সাদিকুর পরিষদ।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিব ভুঁইয়া, কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম, প্রকাশনা এবং প্রচার সম্পাদক মো. আতিকুর রহমান, শিক্ষা এবং যুব বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক আহসানুল হক, সামাজিক কল্যাণ এবং বিনোদন সম্পাদক শফিউর রহমান, নির্বাহী সদস্য গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ার আলমগীর কবির, ড. বিলাল হোসেন, শাহ এ মতিন (পপলু), গোলাম জিলানি, আবুল হায়াত ভুইয়া ও এটিএম মোরশেদুল ইসলাম

Travelion – Mobile

ফলাফল ঘোষণার পরে বিজয়ী প্রাথীদের অভিনন্দন জানান বিজিত প্রাথীরা। নতুন নির্বাচিত কমিটি আগামী বছরগুলোতে মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে ফুনারেল কসমেটিক সেন্টার স্থাপন, বয়স্ক আবাসন প্রকল্প, মসজিদ নির্মাণ ও বৃহত্তর কার পার্ক নির্মাণের কাজ করার জন্য এগিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন ।

এর আগে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কার্যনির্বাহী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

সিডনির ক্যাম্বেলটাউন এলাকার মধ্যস্থল মিন্টোতে ৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত এএমডব্লিওসি ইসলামিক সেন্টারে কুরবানি, দুই ঈদের জামাত, তারাবীহসহ নিয়মিত ইসলামিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে একসাথে ৭০০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। প্রধান হলের ভিতরে ২৮০ জন, মহিলাদের পৃথক হলে ১২০ জন, পারগোলার নিচে ৩০০ জনেরও এর বেশি মুসল্লি নামাজে অংশ নিতে পারেন।

এছাড়াও সেন্টারে বিবাহ, দোয়া মাহফিল, মাসিক ইসলামিক প্রোগ্রাম, বয়স্কদের জন্য কুরআন শিক্ষা, সানডে মাদ্রাসাসহ বিভিন্ন কর্মসূচী পালন হচ্ছে। মূল হলে একটি অনুষ্ঠানের জন্য ১৫০ জনের বসার ক্ষমতাসহ একটি কমিউনিটি সেন্টারের জন্য অনুমোদন রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!