অস্ট্রিয়ায় বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে অস্ট্রিয়ায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’। বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সার্বিক সহযোগিতায় এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ।

রবিবার (৩ জুলাই) সকালে রাজধানী ভিয়েনা থেকে ৩০ কিলোমিটার দূরে সিবার্ন ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উপপ্রধান রাহাত বিন জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান তারাজুল ইসলাম, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, অস্ট্রিয়া ক্রিকেট ক্লাবের সভাপতি জাফর ইকবাল বাবলু, সাধারণ সম্পাদক শরীফ খান আরিফ, টুর্নামেন্টের আহ্বায়ক জায়েদ বিন শহীদ, অস্ট্রিয়া-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শ্যামল, বাঙালি-অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহী দাস সাহা, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরুজ, জালালাবাদ সমিতির সাবেক সভাপতি গাজী মোহাম্মদ, অস্ট্রিয়া আওয়ামী যুবলীগের আহ্বায়ক নয়ন হোসেনসহ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Travelion – Mobile

টুর্নামেন্টে অংশ নেওয়া ৬টি দল হল, বৃহত্তর নোয়াখালী কিংস, বিক্রমপুর স্পোর্টিং ক্লাব, ফ্রেন্স ক্লাব ভিয়েনা, কুমিল্লা ভিকটরিয়ান্স, প্রজন্ম ক্রিকেট ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আগামী রবিবার টুর্নামেন্টের সেমি ফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

করোনাময় বিশ্ব : কেমন আছেন পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরা (পর্ব ৩)

করোনাময় বিশ্ব : কেমন আছেন পর্তুগালপ্রবাসী বাংলাদেশিরা পর্ব ৩৩০ জুন, মঙ্গলবার – পর্তুগাল : বিকেল ৫ টা , ইউরোপ : সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ : রাত ১০ টা অতিথি: শাহ আলম কাজল- সভাপতি , বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো, পর্তুগালমহিন উদ্দিন- প্রবাসী ব্যবসায়ী, পোর্তো কমিউনিটি সংগঠক, পর্তুগালকফিল উদ্দিন ভূঞা- পোর্তো প্রবাসী , নতুন প্রজন্মের উদ্যেক্তাসঞ্চালনায় : আহমেদ তোফায়েল, সাংবাদিক ও উপস্থাপকসমন্বয়ক : রনি মোহাম্মদ, প্রবাসী সংবাদযোদ্ধা, পর্তুগাল

Posted by AkashJatra on Tuesday, June 30, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!