অবশেষে ঢাকা রুটে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু শুক্রবার

দুই দফা সময় পিছিয়ে অবশেষে ঢাকা রুটে আবারও ফ্লাইট শুরু করছে তার্কিশ এয়ারলাইন্স। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) অনুমতি সাপেক্ষে আপাতত সপ্তাহে ৩ টি ফ্লাইট চলাচল করবে ইস্তানবুল-ঢাকা-ইস্তানবুল রুটে।

আগামীকাল শুক্রবার (১৭ জুলাই) ঢাকা থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে তুরস্কের জাতীয় পতাকাবাহী বিমান। ভ্রমণের ৭২ ঘণ্টা আগে করোনামুক্তির সনদ লাগবে যাত্রীদের।

তার্কিশ এয়ারলাইন্সের ঢাকা কার্যালয় সূত্র জানায়,‌ শুক্রবার ভোর ৪টা ৪০ মিনিটে টিকে ৭১২ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর টিকে ৭১৩ ফ্লাইটটি সকাল ৬টা ১০ মিনিটে যাত্রী নিয়ে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে।

Travelion – Mobile

আরও পড়তে পারেন : বিশ্বব্যাপী করোনার স্বাস্থ্যকর্মীদের জন্য তার্কিশ এয়ারলাইন্সের ৪০% ছাড়

তার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর এমরাহ কারাজা আকাশযাত্রাকে বলেন, ‘শুক্রবার আমরা আবার ফ্লাইট শুরু করছি। এই রুটে থাকছে ৩০০ আসনের বোয়িং-৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ। বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নির্দেশনা অনুযায়ী ২৫ শতাংশ আসন ফাঁকা রাখা হবে। যাত্রীদের বড় উড়োজাহাজ ব্যবহার করে পর্যায়ক্রমে গন্তব্যে পৌঁছে দিতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।’

তিনি আরও জানান, সব যাত্রীর স্বাস্থ্য সুরক্ষা ও মঙ্গল আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ইতোমধ্যে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তুরস্ক ও জাতীয় বিমানসংস্থা তার্কিশ এয়ারলাইন্স। শতভাগ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই সবগুলো ফ্লাইট পরিচালনা করা হচ্ছেে।

যাত্রীরা ফ্লাইট সর্ম্পকে প্রয়োজনীয় যে কোন তথ্য +৮৮০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করে ও [email protected] ঠিকানায় ই-মেইল পাঠানোর মাধ্যমে জানতে পারবেন।

তার্কিশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ৯০ লাখ যাত্রী!

এর আগে পরিকল্পনা অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন করে ৩ ও ৭ জুলাই দুই দফা সিডিউল ঘোষণা করলেও করোনা পরিস্থিতির আকস্মিকতার তুরস্কের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সাময়িক বিরতি প্রদানের নতুন নির্দেশনায় তা সম্ভব হয়নি। ফলে ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট সাময়িক বাতিল করে তার্কিশ এয়ারলাইন্স। এসব ফ্লাইটের যাত্রীদের পরবর্তী ফ্লইটগুলোয় তারিখের অগ্রাধিকার ভিত্তিতে টিকিট স্থানান্তর করবে বলে জানায় বিমানসংস্থাটির ঢাকা অফিস।

দক্ষিণ কোরিয়ায় উচ্চ শিক্ষা : বাংলাদেশিদের সাফল্য ও নতুনদের করণীয়

দক্ষিণ কোরিয়ায় উচ্চ শিক্ষা : বাংলাদেশিদের সাফল্য ও নতুনদের করণীয়১৪ জুলাই, মঙ্গলবার – দক্ষিণ কোরিয়া সময় : রাত ৯.৩০টা বাংলাদেশ সময় : বিকেল ৬.৩০ টা সঞ্চালনায় : ডা. মহিউদ্দিন মাসুমসমন্বয় : ওমর ফারুক হিমেলঅতিথি : ড. আশরাফ হোসেন রাসেল, সাবেক রিসার্চ প্রফেসর, কোরিয়া বিশ্ববিদ্যালয়ড. মো. হাসানুজ্জামান, পোস্ট ডক্টোরাল ফেলো, উলসান বিশ্ববিদ্যালয় ড. মোহাম্মদ আজম খান, পোস্ট ডক্টোরাল ফেলোড. আবিদুর রহমান, গবেষক, কিয়ংহি বিশ্ববিদ্যালয়https://www.facebook.com/akashjatrabd

Posted by AkashJatra on Tuesday, July 14, 2020

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!