অবতরণের সময় চাকা পিছলে দুই টুকরো উড়োজাহাজ (ভিডিও)

রানওয়েতে জরুরি অবতরণের সময় পিছনের চাকা পিছলে দুই টুকরো হয়ে গেল জার্মানির একটি কার্গো উড়োজাহাজ ।

বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের জুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে।

দুর্ঘটনাকবলিত পণ্যবাহী উড়োজাহাজ টি জার্মানির ডিএইচএল পরিবহণ সংস্থার। রানওয়েতে জরুরি অবতরণের সময় হঠাৎই পেছনের চাকা পিছলে গিয়ে ভারসাম্য হারায় বিমানটি। এর পর মাটিতে ধাক্কা খেয়ে দুই টুকরো হয়ে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হননি।

Travelion – Mobile

ভেঙে পড়ার পর বিমানের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেলেও কোনো বড় অগ্নিকাণ্ড ঘটেনি। ফ্লাইটের পাইলট এবং তার সহকারী দুজনই অক্ষত রয়েছেন।

YouTube video

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!