৭ মাসে কুয়েত থেকে ২৪ হাজার প্রবাসীকে ফেরত
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী বিভিন্ন দেশের ২৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার।
স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, এটি কুয়েতের সরকারের বৃহত্তর উদ্যোগের অংশ।
জনসংখ্যায় সামঞ্জস্য আনার পাশাপাশি আবাসিক ও কর্মসংস্থান আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াই হলো এই পদক্ষেপের প্রধান লক্ষ্য।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয় এসব আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। যেখানে সেখানে কর্মসংস্থান নিষিদ্ধ করবে এবং যারা একামা লঙ্ঘনকারীদের আশ্রয় দেয় তাদের তথ্য সংগ্রহ করে তদন্তের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবে।
কুয়েতে বর্তমানে আড়াই লাখ বাংলাদেশি অবস্থান করছে।
এদের অনেকে ভিসার ধরণ না বুঝে কুয়েত এসে পড়ছে বিপাকে। ফলে এক ভিসার কাজে আসলেও কাজ করছে অন্য ভিসায়।
অনেকে আবার ভিসার মারপ্যাঁচে মনমতো কাজ করতে না পেরে অবৈধ হয়ে যাচ্ছে। আর এসব কারণে কুয়েতের আইন কানুন হয়ে যাচ্ছে দিনদিন কঠোর। প্রতিনিয়ত চলছে অভিযান।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ