৫৩ বছর পরে হাতে এলো হারানো মানিব্যাগ

৫৩ বছর আগে মানিব্যাগ হারিয়ে ফেলেছিলেন এক আবহাওয়াবিদ। সম্প্রতি সেই ব্যাগ ফিরে পেয়েছেন তিনি। অপরিচিত কিছু ব্যক্তি যোগাযোগ করে ডাকযোগে তাঁকে পাঠিয়ে দেন মানিব্যাগটি।

পল গ্রিশাম এখন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর অধিবাসী। বয়স ৯১ বছর। নৌবাহিনীর আবহাওয়াবিদ হিসেবে কাজ করতেন তিনি। সেই কাজেই গিয়েছিলেন অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকায় ১৩ মাস ছিলেন পল। তখন তাঁর বয়স ছিল ৩৮ বছর।

Diamond-Cement-mobile

ওই সময়েই হারিয়ে গিয়েছিল তাঁর মানিব্যাগ। তবে বিষয়টি পলের আর স্পষ্ট করে মনে নেই! এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পল বলেছেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি। ব্যাগটি আমাকে ফেরত দেওয়ার জন্য কয়েকজন মানুষ বেশ কষ্ট করে এটিকে খুঁজে বের করেছেন।’

Travelion – Mobile

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই মানিব্যাগে নৌবাহিনীতে কর্মরত অবস্থায় পলের পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স-সহ বেশ কিছু ব্যক্তিগত নথিপত্র ছিল। ২০১৪ সালে তাঁর মানিব্যাগটি খুঁজে পাওয়া যায়।

অ্যান্টার্কটিকার রস আইল্যান্ডের একটি ভবন ভেঙে ফেলার সময় এটি পেয়েছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এরপর শুরু হয় পল বেঁচে আছেন কি না, সেই খোঁজ। পরে পলের বর্তমান ঠিকানা খুঁজে বের করে সেখানে পাঠানো হয় মানিব্যাগটি।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!