৩২ বছর পর আবারও সৌদিতে থাই এয়ারওয়েজ

0

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে ৩ দশকেরও বেশি সময় স্থগিত থাকার পর চলতি আগস্ট মাস থেকে সৌদি আরবে আবারও বাণিজ্যিক ফ্লাইট চালু করছে থাই এয়ারওয়েজ।

থাই এয়ারওয়েজের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

থাই এয়ারওয়েজ আরও জানিয়েছে, ৩২ বছরের মধ্যে প্রথম ফ্লাইটটি ১৯ আগস্ট জেদ্দার উদ্দেশে যাত্রা করবে। জেদ্দায় সপ্তাহে ৪টি ফ্লাইট পরিচালনা করবে থাই এয়ারওয়েজ।

Travelion – Mobile

দুই দেশের সম্পর্কের তিক্ততার কারণে ৩২ বছর আগে সৌদি আরব যাওয়ার ফ্লাইট বন্ধ করে দেয় থাই এয়ারওয়েজ।

জানুয়ারিতে থাইল্যান্ড ও সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এই রুটটি পুনরায় চালু করা হয়।

তবে, দুই দেশের মধ্যে ৩ দশকেরও বেশি সময় ধরে কোনো বাণিজ্যিক বিমান যোগাযোগ না থাকলেও সৌদি আরব থাই হজযাত্রীদের হজে যাওয়ার জন্য চার্টার ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল।

সৌদিয়ার একজন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী, নতুন চুক্তি না হওয়া পর্যন্ত থাই এয়ারওয়েজের ঢাকা থেকে হজ ফ্লাইট পরিচালনার কোনো সুযোগ নেই।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন