২০০ নতুন উড়োজাহাজ কিনতে এয়ারবাস ও বোয়িংয়ের সঙ্গে আলোচনায় এয়ার ইন্ডিয়া

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, টাটা গ্রুপের মালিকানাধীন ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া নতুন করে বড় পরিমাণে বিমান কেনার পরিকল্পনা করছে। এ জন্য তারা মার্কিন কোম্পানি বোয়িং এবং ইউরোপীয় কোম্পানি এয়ারবাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

আলোচনায় প্রায় ২০০টি অতিরিক্ত সরু দেহের (narrow-body) বিমান অন্তর্ভুক্ত থাকতে পারে।

দিল্লিতে অনুষ্ঠিত ৮১তম আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (IATA) বার্ষিক সাধারণ সভার সময় এই সম্ভাব্য অর্ডার নিয়ে খবর ছড়ায়।

Travelion – Mobile

শিল্পসংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, এই আলোচনায় বিভিন্ন আকারের অনেক ধরনের বিমান অন্তর্ভুক্ত থাকতে পারে।

তারা আরও জানিয়েছে, এই নতুন আলোচনা আগেই রিপোর্ট হওয়া বৃহৎ আকারের (wide-body) বিমানের অর্ডারের কথাও অন্তর্ভুক্ত করছে।

Diamond-Cement-mobile

যদিও ঠিক কতগুলো সরু দেহের বিমান কেনা হবে তা এখনো নিশ্চিত নয়, দুটি সূত্র জানিয়েছে সংখ্যাটি হতে পারে কয়েকশো। এর মধ্যে একটি সূত্র বলেছে, এই সংখ্যাটি আপাতত ২০০-এর কাছাকাছি।

এয়ারবাস ও বোয়িং—উভয় কোম্পানিই রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

IATA সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে এয়ার ইন্ডিয়ার প্রধান নির্বাহী ক্যাম্পবেল উইলসন সংক্ষেপে বলেন, “এগুলো সম্পূর্ণ গুজব। আমরা জল্পনা নিয়ে মন্তব্য করি না।”

উল্লেখ্য, ২০২৩ সালে টাটা গ্রুপের অধীনে যাওয়ার পর এয়ার ইন্ডিয়া বড় আকারে সম্প্রসারণের ঘোষণা দেয়। তখন তারা বোয়িং ও এয়ারবাসের কাছ থেকে ৪৭০টি বিমান কেনার অর্ডার দিয়েছিল। এর পর ২০২৪ সালের ডিসেম্বরে তারা আরও ১০০টি এয়ারবাস বিমানের অর্ডার দেয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!