১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে বিমানের নিয়মিত ফ্লাইট শুরু

আগামী ১ অক্টোবর থেকে ওমানের রাজধানী মাসকাটে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ার লাইন্স। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন ঢাকা থেকে এবং একদিন চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। পরবর্তীতে এই ফ্লাইট বাড়বে যাত্রী চাহিদা বাড়লে।

কভিড-১৯ পরবর্তী সময়ে চট্টগ্রাম থেকে মাসকাট ফ্লাইট চালু হচ্ছে এই প্রথম। গত ২ মাস ধরে ঢাকা থেকে এই রুটে বেশ কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করে বিমান বাংলাদেশ

জানতে চাইলে বাংলাদেশ বিমানের চট্টগ্রামের এক কর্মকর্তা আকাশযাত্রাকে বলেন, বোয়িং ৭৭৭ উড়োজাহাজে ঢাকা-মাসকাট-ঢাকা রুটে সপ্তাহে তিনটি এবং চট্টগ্রাম-মাসকাট-চট্টগ্রাম রুটে সপ্তাহে একটি ফ্লাইট চালাবে বাংলাদেশ বিমান। আমরা টিকেট বিক্রিতে বেশ সাড়া পাচ্ছি। আশা করছি প্রবাসী বাংলাদেশিরা উপকৃত হবেন।

Travelion – Mobile

উল্লেখ্য চট্টগ্রাম-মাসকাট রুটে বাংলাদেশ বিমান, দেশীয় বিমান সংস্থা রিজেন্ট এয়ারলাইনস,দেশীয় বিমানসংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস, বিদেশি বিমান সংস্থা সালামএয়ার ফ্লাইট পরিচালনা করতো। গত ১৭ মার্চ তাদের সর্বশেষ ফ্লাইট চট্টগ্রাম ছেড়েছিল। এরপর কভিডের নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

এখন বাংলাদেশ বিমান প্রথম যাত্রা শুরু করলো। বাকি বিমান সংস্থাগুলো ফ্লাইট পরিচালনার অনুমতির জন্য আবেদন করেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!