১১ মাস মহাকাশে বেড়িয়ে নতুন রেকর্ড নারী নভোচারীর

প্রায় ১১ মাস মহাকাশে কাটিয়ে নারীদের মধ্যে দীর্ঘতম সময় মহাকাশে অবস্থানের নতুন রেকর্ড গড়লেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ক্রিশ্চিয়ানা কোচ।

বৃহস্পতিবার বৃহস্পতিবার ৯.১২ জিএমটি-তে কোচকে বহনকারী রাশিয়ার সোয়ুজ মহাকাশযানটি কাজাখস্তানের তৃণভূমিতে নিরাপদে অবতরণ করে।

এর আগে নাসার মহাকাশচারী পেগি হুইটসন ২০১৬-১৭ সালে মহিলা হিসেবে সর্বোচ্চ ২৮৯ দিন মহাকাশে কাটিয়ে আসেন। সেই রেকর্ড ভাঙলেন ৪১ বছরের ক্রিশ্চিয়ানা।

Travelion – Mobile

আন্তর্জাতিক স্পেস স্টেশনে ৩২৮ দিন ছিলেন ক্রিশ্চিয়ানা। তাঁর সঙ্গেই পৃথিবীতে ফেরেন ইউরোপিয়ান স্পেস এজেন্সির নুকা পারমিটানো এবং রাশিয়ান স্পেস এজেন্সির আলেকজান্দার সোভোস্তভ।

কাজাখস্তানের ল্য়ান্ডিং সাইটে স্পেস শাটলের মধ্যে হাসিমুখে বসে থাকতে দেখা যায় ক্রিশ্চিয়ানাকে। গত বছর ১৪ মার্চ পৃথিবী ছেড়েছিলেন তিনি।

“আমি এখনই খুব অভিভূত এবং খুশি”, মাটিতে নেমে তুষারপাতের ছোঁয়া লাগার পরে ক্যাপসুলের বাইরে বসে তিনি সাংবাদিকদের বলেছিলেন।

ক্রিশ্চিয়ানা আর মাত্র ১২ দিন দিন বেশি থাকতে পারলে মার্কিন নভোচারী স্কট কেলির গড়া সর্বকালের রেকর্ডটিও অতিক্রম করতে পারতেন। কেলি ২০১৫ থেকে ২০১৬ সাল মহাকাশে ছিলেন।

ট্যুইট করে ক্রিশ্চিয়ানাকে অভিন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর জন্য গোটা আমেরিকা গর্বিত বলে জানিয়েছেন ট্রাম্প।

স্থানীয় বাসিন্দারা ঘোড়ার পিঠে করে তিন মহাকাশচারীর পৃথিবীতে ফেরা চাক্ষুস করতে আসেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!