‘স্বাধীনতার গৌরব ধরে রাখতে কাজ করে যাচ্ছি’ : বাহরাইনে বাংলাদেশ রাষ্ট্রদূত

বাহরাইনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বার্ষিকী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস ।

বুধবার (২৬ মার্চ) সকালে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার, কমিউনিটির সংগঠক, প্রবাসী সাংবাদিক ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের পর রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। এরপর আলোচনা অনুষ্ঠিত হয়।

Travelion – Mobile

আলোচনা সভায় রাষ্ট্রদূত বলেন, “স্বাধীনতার উদ্দেশ্য ছিল শোষণ ও বৈষম্যহীন একটি সমৃদ্ধ দেশ গড়া। আমরা সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।”

তিনি বাহরাইন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এ দেশে প্রায় ১ লাখ ৪০ হাজার বাংলাদেশি বসবাস করছেন। আপনাদের উচিত বাহরাইনের আইন মেনে চলা ও দেশের সুনাম অক্ষুণ্ণ রাখা।”

Diamond-Cement-mobile

তিনি আরও বলেন, “প্রবাসীদের দল-মতের বিভেদ ভুলে একসঙ্গে কাজ করা উচিত।”

স্বাধীনতা দিবস উপলক্ষে বাহরাইনের জনপ্রিয় ইংরেজি দৈনিক Gulf Daily News (GDN)-এ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে।

এতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রদূতের বাণী প্রকাশিত হয়েছে। এছাড়া, বাহরাইনের বাদশা ও প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!