স্পেনের পালমা দে মলোরকা বিমানবন্দরে ছাদের একটি অংশ ধসে পড়েছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে আগত যাত্রীদের লাউঞ্জের মেঝেতে কাচ ও অন্যান্য নির্মাণ ধ্বংসাবশেষ আছড়ে পড়ে।
বিমানবন্দর কর্মীরা জানান, এটি একটি ‘অলৌকিক’ ঘটনা।
এত কেউ গুরুতর আহত হননি। দুর্ঘটনার তদন্ত চলছে।
স্প্যানিশ বিমানবন্দর কর্তৃপক্ষ এইএনএ দাবি করেছে, বিমানবন্দরে প্রবেশপথের কাছে একটি কাঁচের ছাদের ওপর নির্মাণ কাজের কিছু ধ্বংসাবশেষ পড়ায় এ ঘটনা ঘটেছে। একজন মুখপাত্র বলেন, বিমানবন্দরে দায়িত্বে থাকা ব্যক্তিরা ইতোমধ্যে কী ঘটেছে তা বিশ্লেষণ করছেন।
ছাদের যে অংশটি পড়েছিল, সেখান থেকে ধুলোর মেঘ উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে একজন ইংরেজিভাষী নারীকে ‘ওহ মাই গড’ বলতে শোনা গিয়েছিল।
স্থানীয় জুয়ান আন্তোনিও বাউজা সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে পালমা বিমানবন্দরকে ‘স্পেনের সবচেয়ে খারাপ’ বলে অভিহিত করেছেন।