স্পেনে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ
স্পেনের রাজধানী মাদ্রিদে আরও একটি মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশি কমিউনিটি।
মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নম্বরে এ মসজিদটির দায়িত্ব পান।
মসজিদটি এর আগে পরিচালনার দায়িত্বে ছিলেন মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।
আগের খবর : স্পেনে কুরআন শিক্ষায় পুরস্কার পেল শতাধিক প্রবাসী শিক্ষার্থী
শুক্রবার পবিত্র জুমার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হয়। এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদবাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি।
মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি মসজিদ আছে। এবার কমিউনিটিতে বাংলাদেশি পরিচালনাধীন আরও একটি মসজিদ যুক্ত হলো।
আকাশযাত্রার ফেসবুক গ্রুপে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করার অনুরোধ