স্পেনের কাতালুনিয়া স্বায়ত্বশাসিত অঞ্চলের রাজধানী বার্সেলোনার উপকণ্ঠে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৫৫ জন আহত হয়েছে।
স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিটে শহরের কেন্দ্র থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে মন্টকাডা আই রেইক্সাক মানরেসা স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ
স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানায়, ট্রেনগুলি একই দিকে যাচ্ছিল, স্টেশনে দাঁড়ানোর সময় সংঘর্ষ হয়। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখছে বলে জানায় কাতালান পুলিশ।
দেশটির জরুরী পরিষেবার পক্ষ থেকে জোয়ান কার্লেস গোমেজ বলেন, দুর্ঘটনায় অন্তত ১৫৫ জন আহত হয়েছে। এর মধ্যে ১৪ যাত্রীকে যাত্রীকে চিকিৎসার জন্য স্থানীয় মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।
গোমেজ আরও বলেন, একটি সংঘর্ষের সময় ট্রেনটি খুব ধীর গতিতে চলছিল। আহত যাত্রীদের অধিকাংশই দাঁড়িয়ে ছিলেন।
দেশটির আঞ্চলিক ফায়ার সার্ভিসের এক মুখপাত্র জানান, চলন্ত ট্রেনটি স্টেশনে একটি স্থির ট্রেনের পিছন অংশের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়তে পারেন : জার্মানিতে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ২৫
দুর্ঘটনার ঘটনা বর্ণনা দিতে গিয়ে এক যাত্রী বলেন, আমরা হঠাৎ করেই ট্রেনের পেছনের অংশে প্রচণ্ড আঘাত অনুভূত হয় এর পরেই লোকেরা চিৎকার শুরু করে। এসময় অনেকের শরীরে রক্ত দেখা যায়।
প্রবাসের সব খবর জানতে, এখানে ক্লিক করে আকাশযাত্রার ফেসবুক পেইজে লাইক দিয়ে যুক্ত থাকার অনুরোধ